টেক্সটাইল আসলে কি? What is Textile?

টেক্সটাইল কি

টেক্সটাইল কি? আমাদের দৈনিক জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গীকার রয়েছে তার মধ্যে টেক্সটাইল মানুষের দ্বিতীয় মৌলিক চাহিদা।  মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই ৫টি মৌলিক চাহিদা রয়েছে। যেমনঃ ১.খাদ্য ২.বস্র ৩.বাসস্থান ৪.চিকিৎসা ও ৫. শিক্ষা।

তো দেখা যায় , মৌলিক চাহিদার দিকে বস্র আমাদের ২নাম্বারে রয়েছে। আর বস্র হলো টেক্সটাইলের অন্তর্ভুক্ত। সুতরাং বুজতেই পারছেন আমাদের জীবনে টেক্সটাইলের গুরুত্ব কতটা অপরিসীম। আজকে আমরা জানবো টেক্সটাইল কি এবং টেক্সটাইল সম্পর্কে বেসিক ধারণা নেবো।

টেক্সটাইল কি?

টেক্সটাইল কি?

টেক্সটাইল (Textile) শব্দটি একটি ল্যাটিন শব্দ ,এটি Textilis থেকে এসেছে,  যার অর্থ বোনা। টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম মূলত ওভেন/বোনা কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে টেক্সটাইল শব্দটি বহুল প্রচলিত একটি শব্দ যেখানে সকল প্রকার ফাইবার Fiber যেমন Yarn /তুলা, পাট, উল, সিল্ক, হেম্প ইত্যাদি আবার সমস্ত প্রকার সেক্টর যেমন উইভিং weaving, নিটিং knitting, ডাইং dyeing, ফিনিশিং finishing, গার্মেন্টস garments, ইত্যাদি সব প্রক্রিয়াই এখন টেক্সটাইল এর অন্তর্ভুক্ত।

বেসিক টেক্সটাইল সামগ্রী নিম্নরূপ:

তন্তু :

টেক্সটাইল শিল্প বিভিন্ন ধরনের কাঁচা মাল ব্যবহার করে। এর মধ্যে তন্তু এক ধরনের জৈব যৌগ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যৌগ থেকে তৈরি করা হয়। এটি পোশাক তৈরির ক্ষুদ্রতম একক।

সুতা :

বস্ত্র উৎপাদনের জন্য একগুচ্ছ তন্তুকে পাক বা মোচড় দিয়ে একত্রে সনি্নবেশ করে যা তৈরি করা হয় তাই সুতা। ফাইবারগুলি yarns এ প্রক্রিয়া করা হয়। ইয়র্কে বিভিন্ন উপায়ে শিল্প ও ভোক্তা ব্যবহারের জন্য কাপড় তৈরি করা হয়।

গ্রে ফেব্রিক :

টেক্সটাইলের ভাষায় গ্রে ফেব্রিক মানে , যে কাপড় বোনা হয়েছে, কিন্তু এখনো রঙ করা হয়নি। আমাদের ইন্ড্রাস্ট্রিতে উইথ আউট প্রসেস ফেব্রিকের নাম গ্রে ফেব্রিক নামে প্রচলিত।

শেষ আমদানি :

গ্রে কাপড় গুলিকে সমাপ্ত কাপড় রূপান্তরিত হয়, যা বিশেষ চেহারা এবং পারফরমেন্স রূপ নেয়।

শেষ পণ্য :

 পোশাকগুলি রেডি পোশাক, হোম সজ্জা এবং বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশন সহ শেষ পণ্য রূপান্তরিত করা হয়। এই পণ্য তারপর পণ্যদ্রব্য এবং বিক্রি করার উপযোগী হয়। 

আরো পড়ুন: টেক্সটাইলের সোর্স এবং প্রকারভেদ!

 উপসংহারঃ

আজকের আমরা জানলাম টেক্সটাইল কি ,এবং টেক্সটাইল এর বেসিক বিষয় গুলো ও জানলাম। আশা করছি টেক্সটাইল সম্পর্কে আপনি মোটামুটি ধারণা পেয়েছেন এবং বুঝতে পারছেন। এবং  আজকের পোস্ট টি ভালো লেগেছে।  আজকের পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।  আগামী পোস্ট এ টেক্সটাইল নিয়ে আরো বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ। টেক্সটাইল সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

TS Textile  বাংলাদেশের একটি উচ্চ-মানের টেক্সটাইল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রধানত আমরা সব ধরনের টেক্সটাইল পণ্যই সরবরাহ করি। বর্তমানে আমরা বিশ্বমানের বিলাসবহুল চেয়ার কভার, টেবিল কভার, সোফা কভার, বেড কভার এবং জানালার কভারিং সহ বেশ কিছু মানসম্পন্ন পণ্য সরবরাহ করছি।

আমাদের প্রোডাক্টস গুলো দেখে আসতে পারেন:

Latest High quality Luxurious Chair Cover

Thank You!

About the Author

One thought on “টেক্সটাইল আসলে কি? What is Textile?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

You may also like these

X